একরামুল হক, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। স্কুল ও কমিউনিটি পর্যায়ে অনলাইন রেজিস্ট্রেশনকৃত মোট ১৬,৩৩৭ জনকে এই টিকা প্রদান করা হবে। এছাড়াও যারা এখনো রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদেরকেও ধীরে ধীরে টিকার আওতায় আনা হবে। সভায় অংশগ্রহণকারীরা টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সফল টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ জসিমউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গনি এবং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি প্রমুখ।