• বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
Headline
মান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু, আহত ৪ মান্দায় মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের উৎপাদনমুখী কৃষি গড়ে তুলতে পানছড়িতে বিনামূল্যে বীজ বিতরণ চান্দিনায় যৌথ অভিযানে মাদক ও অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পানছড়িতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত নওগাঁয় বিদ্যুতিক শর্ট সার্কিটের আগ্নিকান্ডে বসতবাড়ি হারানো দরিদ্র আবুল পেলো সরকারি অনুদান ধোবাউড়ায় ঘোষগাঁও ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধানের শীষের প্রতীক যে পাবে আমরা তারই ভোট করবো- তুহিন মোটরসাইকেলে বান্দরবান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মরহুম এ কে এম আখতারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ ওমরফারুক(সানি) / ৭৬ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মোঃ ওমরফারুক(সানি),স্টাফ রির্পোটার, পাবনাঃ 

 

পাবনার ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি

মরহুম এ কে এম আখতারুজ্জামান আক্তার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩ টা ৩০ মিনিটে সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত ফাইনালে পাখি সেভেন স্টার ১–০ গোলে শিহাব সেভেন স্টার কে পরাজিত করে শিরোপা জয়লাভ করে। বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী পৌর শাখার সদস্য সচিব এ কে এম সাজেদুজ্জামান জিতু।

 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজিজল হক সরদার, ঈশ্বরদী পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াস হোসেন খান এলবাস, সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, বিএনপি নেতা আনিছুর রহমান সেকম, যুবদল নেতা ফাইদুল ইসলাম ফয়েজ, বিএনপি নেতা মেহেদী হোসাইন, আব্দুল মান্নান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোহেল রানা পাখি সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী পৌর শাখা, এনায়েত আলী সরদার, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী পৌর শাখা,শাহানুর রহমান,শিহাব উদ্দিন,শ্যামল সহ আরও অনেকে।

 

উক্ত টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক এ কে এম আসাদুজ্জামান জর্জি, এ কে এম মনিরুজ্জামান জিকো, এ কে এম কামরুজ্জামান জিসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান যুবসমাজ খেলাধুলা থেকে সরে গিয়ে মাদকের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, কিন্তু ঈশ্বরদীর যুবসমাজের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে সুস্থ পথে ফেরানো সম্ভব। তিনি ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের উৎসাহিত করেন এবং রিজিয়া মেমোরিয়াল ট্রাস্ট খেলাধুলার পাশাপাশি সকল ধরনের ধর্মীয়, সামাজিক ও অসহায় মানুষের পাশে সব সময় থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন।

 

আয়োজক কমিটির সদস্যরা জানান, সবার সহযোগিতা ও উৎসাহে এ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়েছে।এলাকাবাসী জানান, তরুণরা যেনো মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হয় সেজন্য এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category